পরীক্ষামূলক কর্মসূচি সম্প্রসারণের অংশ হিসেবে শুক্রবার থেকে এক সপ্তাহে সবাইকে দুটি র্যাপিড করোনাভাইরাস টেস্ট করার সুযোগ দিচ্ছে যুক্তরাজ্য সরকার।
বিবিসি জানায়, ৩০ মিনিটের মধ্যে ফলাফল জানা যায় এমন ল্যাটেরাল ফ্লো টেস্ট কিট বিনামূল্যে সরবরাহ করা হবে এ সময়।
ইতিমধ্যে বিদ্যালয় শিক্ষার্থী, তাদের পরিবার ও যারা বাড়ির বাইরে গিয়ে কাজ করেন তাদের এ টেস্টের সুযোগ দেওয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্যসচিব জানান, সামনের প্রকোপ রুখতে তাদের এ সিদ্ধান্ত। তবে সমালোচকেরা বলছেন, এতে অর্থের অপচয়ের ঝুঁকি রয়েছে।
৯ এপ্রিল থেকে টিকা দেওয়ার এ পরিকল্পনার প্রশংসা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি জানান, টিকাদানের অগ্রগতির পথ ধরে নিষেধাজ্ঞা শিথিল হবে সামনে।
এ দিকে ১২ এপ্রিল থেকে লকডাউন সহজ করার পরিকল্পনা করেছে ইংল্যান্ড। এর আওতায় অপরিহার্য নয় এমন দোকান, রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ চালু হতে পারে। এ ছাড়া জনসমাবেশ ও আন্তর্জাতিক ভ্রমণকে কেন্দ্র করে করোনাভাইরাস পাসপোর্ট ও ট্রাফিক লাইট ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হচ্ছে।
মার্চে বিদ্যালয়গুলো খুলে দেওয়ার পরিকল্পনা নিয়ে বছরের শুরুতে মাধ্যমিক শিক্ষার্থী ও বিদ্যালয় কর্মকর্তাদের করোনা টেস্ট শুরু হয়। ফেব্রুয়ারিতে যা বাড়িয়ে সব বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি পরিবারকে যুক্ত করা হয়।
ল্যাটেরাল ফ্লো টেস্টে ফলাফল পজিটিভ আসলে শনাক্ত ব্যক্তিকে সেলফ-আইসোলেশনে যেতে হবে। এর পিসিআর টেস্ট করতে হবে।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ৪৩ লাখ ৫৯ হাজার ৩৮৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৮৩৬ জন।