spot_img

করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত ফিলিস্তিন

অবশ্যই পরুন

ফিলিস্তিনে চলছে করোনার ব্যাপক সংক্রমণ। শনিবার অঞ্চলটিতে একদিনে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৫১ জন। প্রাণ হারিয়েছেন ২৪ জন। এরমধ্যে সবথেকে বেশি খারাপ অবস্থা পশ্চিম তীরের। এখানেই ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশেই ইসরাইলে করোনা বিদায় নিয়েছে। ইসরাইলে করোনার সংক্রমণ নেই বললেই চলে। হাসপাতালগুলো ফাঁকা হয়ে গেছে।

উঠে গেছে সকল বিধি নিষেধ। দেশটির নাগরিকদের প্রায়ই নানা উৎযাপন করতে দেখা যাচ্ছে। তবে ইসরাইলের মতো ভ্যাকসিন পায়নি ফিলিস্তিনের মানুষ। ফলে করোনার তৃতীয় ঢেউয়ে বিপর্যস্ত অবস্থার সৃষ্টি হয়েছে সেখানে। করোনা পরীক্ষার সুবিধাও সীমিত অঞ্চলটিতে।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এখন পর্যন্ত ফিলিস্তিনে ২ লাখ ৮০ হাজার মানুষের করোনা ধরা পড়েছে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৩ হাজার। তৃতীয় ঢেউয়ের কারণে এখনো পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাচ্ছে সেখানে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ