spot_img

করোনা মোকাবিলায় পুলিশকে আইজিপির নির্দেশনা

অবশ্যই পরুন

করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

রবিবার (৪ এপ্রিল) বিকেলে পুলিশ সদর দপ্তরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলার পুলিশ সুপারদের এ সংক্রান্ত নির্দেশনা দেন তিনি।

করোনা ভাইরাস মোকাবিলায় গত ২৯ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ দফা ও ৪ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের ১১ দফা নির্দেশনা জারি করেছে।

এসব নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের কথা উল্লেখ করে আইজিপি বলেন, সরকারের নির্দেশনাগুলো আগামী সোমবার (৫ মার্চ) থেকে বলবৎ করতে হবে। তবে এসব নির্দেশনা বাস্তবায়নে বলপ্রয়োগ নয় বরং জনগণকে উদ্বুদ্ধ করার ওপর জোর দেন তিনি।

বেনজীর আহমেদ বলেন, গত বছরের মতো এবারও খোলা বা উন্মুক্ত স্থানে বাজার বসার ব্যবস্থা করতে হবে। যেসব দোকানপাট খোলা থাকবে সেখানে পূর্ণাঙ্গরূপে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

বিদেশফেরত ব্যক্তিদের কোয়ারেন্টিন নিশ্চিত প্রসঙ্গে তিনি বলেন, বিদেশ থেকে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। প্রয়োজনে তাদের অবস্থানস্থল চিহ্নিত করতে হবে।

‘জরুরি সেবাসমূহ, শিল্প কারখানা ও গার্মেন্টস খোলা থাকবে। তবে গণপরিবহন বন্ধ থাকবে। এর মধ্যে পণ্য পরিবহনকারী যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। ’

পুলিশ সদস্যদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে পুলিশ প্রধান বলেন, স্বাস্থ্য সুরক্ষা মেনে দায়িত্ব পালন করতে হবে। করোনা আক্রান্ত রোগী ও মৃত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার প্রয়োজন হলে অবশ্যই পিপিই, ফেসশিল্ড, মাস্কসহ সব সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে হবে।

পুলিশের সব স্থাপনায় প্রবেশের ক্ষেত্রে ‘নো মাস্ক, নো এন্ট্রি’ নীতি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়ে তিনি বলেন, পুলিশের সব স্থাপনা নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে।

গত বছরের মার্চে দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ জনগণের পাশে থেকে দায়িত্ব পালনের মাধ্যমে মানবিক পুলিশে পরিণত হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায়ও পুলিশসহ সবাই মিলে সরকারি আদেশ বাস্তবায়নের মাধ্যমে করোনা সংক্রমণ রোধের আশা প্রকাশ করেন বেনজীর আহমেদ।

সর্বশেষ সংবাদ

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ