spot_img

কুমিল্লায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

অবশ্যই পরুন

কুমিল্লা সদর উপজেলায় ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরো চারজন। রোববার (৩ এপ্রিল) সকালে উপজেলার পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- কুমিল্লার চাঁনপুর এলাকার ফুল মিয়ার ছেলে হেলাল মিয়া (৬০), মকবুল হোসেনের ছেলে মতিন মিয়া (৬৫) ও ফোরন মিয়ার ছেলে আবদুল কাদের (৭০)।

নিহতদের স্বজনরা জানান, কুমিল্লা শহরের চাঁনপুর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যোগে সাতজন গোমতী নদীতে মাছ ধরতে যাচ্ছিলেন। অটোরিকশাটি পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে যাওয়ার পর ময়নামতির দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও ঢাকা নেওয়ার পর আরো একজন মারা যান।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, পালপাড়া ব্রিজের দক্ষিণ মোড়ে ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। নিহত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘নেইমারকে চাই না, আমাদের ক্লাব কোনো হাসপাতাল নয়’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ