করোনার উর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই রবিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ’র নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
দুই প্রধান নির্বাচনী প্যানেল- ‘সম্মিলিত পরিষদ’ ও ‘ফোরাম’র মোট ৭০জন প্রার্থী ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত এ নির্বাচনে সমিতির ৩৫টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছেন ঢাকা অঞ্চল থেকে ২৬ জন এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ৯ জন করে।
জায়ান্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান নির্বাচনে সম্মিলিত পরিষদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বিজিএমইএ’র প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ডাচ-বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অন্যদিকে ফোরাম প্যানেলটিকে নেতৃত্ব দিচ্ছেন হান্নান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুক্তিযোদ্ধা এবিএম শামসুদ্দিন। তিনিও বিজিএমইএ’র একজন সাবেক ভাইস-প্রেসিডেন্ট (ফিনান্স)।
পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী, রাজধানীর হোটেল র্যাডিসনে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। একইভাবে বিজিএমইএ’র চট্টগ্রাম কার্যালয়ে চলছে ভোটগ্রহণ।
নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২,৩১৪ জন; ঢাকা অঞ্চলে ভোটার রয়েছেন ১৮৫৩ জন এবং চট্টগ্রাম অঞ্চলের ভোটার ৪৬১ জন।
বিজিএমইএ কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটারদের ভিড় এড়াতে তারা বিকেল ৪টার পরিবর্তে তিন ঘন্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।