ভারতে হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। টানা দু’দিন ধরে বিশ্বে দৈনিক সংক্রমণের শীর্ষে দেশটি।
শনিবার ভারতে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৯৩ হাজার। গত বছর ১৯ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। দেশটিতে এদিন মৃত্যু হয়েছে ৫ শতাধিক মানুষের, যা গত চার মাসে সর্বোচ্চ।
এদিকে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। ৪৯ হাজার ৫শ’য়ের কাছাকাছি নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে রাজ্যটিতে। মৃত্যু হয়েছে ২৭৭ জনের।
বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রায় প্রতিদিনই হচ্ছে নতুন রেকর্ড। শনিবার শহরটির ইতিহাসে সর্বোচ্চ ৯ হাজার ১০৮ জনের দেহে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও গুজরাটেও সর্বোচ্চ সংক্রমণ শনাক্তের রেকর্ড হয়েছে শনিবার।