spot_img

পরিচালক সমিতির নতুন সভাপতি সোহান, মহাসচিব শাহীন

অবশ্যই পরুন

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে। ২০২১-২০২২ মেয়াদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমন।

সোহানুর রহমান সোহান পেয়েছেন ১২৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী কাজী হায়াৎ ভোট পেয়েছেন ৮০ ও শাহ আলম কিরণ ৫৫।

অন্যদিকে মহাসচিব পদে নির্বাচিত হওয়া শাহীন সুমনের প্রাপ্ত ভোট সংখ্যা ১৬৫। তার প্রতিদ্বন্দ্বী এস এ হক অলিক এবং সাফি উদ্দিন সাফি পেয়েছেন ৬৪ ও ৩৫টি ভোট।

এবারে নির্বাচনে সহ-সভাপতি হিসেবে ছটকু আহমেদ ১৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা পেয়েছেন ১৬২ ভোট।

এছাড়া ৯টি সম্পাদকীয় পদে জয়লাভ করেন অর্থসচিব হিসেবে মোঃ সালাহউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব রকিবুল আলম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রীড়া পদে শাহীন কবির টুটুল (১৯৩) এবং প্রচার, প্রকাশনা ও দফতর সচিব হলেন আনোয়ার সিরাজী (১৬২)।

১০টি কার্যনির্বাহী সদস্য পদে জয়লাভ করেন যথাক্রমে পল্লী মালেক, জাকির হোসেন রাজু, আব্দুর রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাঈদুর রহমান সাঈদ ও শাহাদাৎ হোসেন লিটন।

প্রসঙ্গত, ২ এপ্রিল (শুক্রবার) বিএফডিসি প্রাঙ্গনে ২০২১-২০২২ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫ টায় শেষ হয় ভোট গ্রহণ। এবার মোট ভোটার ছিলেন ৩৬১ জন। তার মধ্যে ভোট প্রদান করেছেন ২৮২ জন। এবার ১৯টি পদের বিপরীতে মোট ৪৩ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করেন।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ