spot_img

আইপিএলের আগেই চেন্নাই শিবিরে বড় ধাক্কা

অবশ্যই পরুন

আর কয়েকদিন পরেই মাঠে গড়াবে ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। কিন্তু তার আগেই বেশ বড় এক ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। এ টুর্নামেন্টে খেলবেন না বলে এরইমধ্যে জানিয়েছেন জস হ্যাজেলউড।

দীর্ঘদিন জৈব সুরক্ষিত পরিবেশে থাকার ধকল, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং সামনে ব্যস্ত সূচি মাথায় রেখে আইপিএল থেকে দূরে থাকতে চান হ্যাজেলউড।

এবার আইপিএলে হ্যাজলউডকে ২ কোটি রুপিতে ধরে রাখে চেন্নাই। গত মৌসুমে চেন্নাইয়ের হয়ে তিন ম্যাচে মোট ৬৪ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি। মিচেল মার্শের পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এবার আইপিএলে খেলবেন না হ্যাজলউড।

সামনে অস্ট্রেলিয়া ব্যস্ত সূচি। যে কারণে নিজেকে চাঙা রাখতে আপাতত পরিবারের সঙ্গে কাটাতে চান হ্যাজেলউড,‘সামনে শীত মৌসুমের ব্যস্ততা আছে। ওয়েস্ট ইন্ডিজ সফরটা বেশ দীর্ঘ হবে। বছরের শেষ দিকে বাংলাদেশও আছে। টি–টোয়েন্টি বিশ্বকাপের পর অ্যাশেজও আছে। অর্থাৎ সামনে ১২ মাস ব্যস্ত সময়, অস্ট্রেলিয়ার সঙ্গে সব সময়ই যেমন হয়ে থাকে আরকি। শারীরিক ও মানসিকভাবে নিজের সেরাটা দিতেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

আইপিএল না খেলে আপাতত পরিবারকে সময় দিতে চান হ্যাজলউড, ‘নানা সময়ে গত ১০ মাস জৈব সুরক্ষিত পরিবেশে থাকতে হয়েছে। তাই আপাতত ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে পরিবারকে সময় দিতে চাই, অস্ট্রেলিয়ায় থাকতে চাই আগামী দুই মাস।’

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ