স্লোভেনিয়ায় বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত দেশটির রাষ্ট্রপতি বরুট পাহোরের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে দেশটির রাজধানী লুবলিয়ানায় প্রেসিডেন্সিয়াল প্যালেসে মোহাম্মদ আব্দুল মুহিত স্লোভেনিয়ায় বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে তার পরিচয়পত্র পেশ করেন।
এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ভিয়েনার বাংলাদেশ দূতাবাসের চিফ অব মিশন রাহাত বিন জামান ও দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মো. তারাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিচয়পত্র উপস্থাপনের পর স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বরুট পাহোর এবং রাষ্ট্রদূত আব্দুল মুহিতের মাঝে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত আব্দুল মুহিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ পক্ষ থেকে স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বরুট পাহোরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ বছরের দ্বিতীয়ার্ধে স্লোভেনিয়া কাউন্সিল অব দ্যা ইউরোপিয়ান ইউনিয়নের সভাপতিত্বের দায়িত্ব গ্রহণ করবে। এ উপলক্ষে রাষ্ট্রদূত আব্দুল মুহিতের পক্ষ থেকে পৃথকভাবে স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বরুট পাহোরকে অভিনন্দন জানানো হয়। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই ও কোভিড-১৯ পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারসহ গ্রিন ইকোনোমি ট্রানজিশন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্লোভেনিয়ার সহযোগিতা কামনা করেন। একইসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে স্লোভেনিয়া সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
রাষ্ট্রদূত আব্দুল মুহিত স্লোভেনিয়ার রাষ্ট্রপতি বরুট পাহোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি বরুট পাহোর তার এ আমন্ত্রণকে গ্রহণ করেন এবং আগামী বছর বাংলাদেশ সফরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠক শেষে রাষ্ট্রদূত মুহিতকে স্লোভেনিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।