নিউজিল্যান্ড ও বাংলাদেশের টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে অবশেষে স্বস্তির খবর এলো। বৃষ্টির কারণে বিলম্বিত ম্যাচের টস হয়েছে। ২০ ওভারের ম্যাচ হবে ১০ ওভারের। পাওয়ার প্লে প্রথম তিন ওভার। টস জিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
তিন ম্যাচ সিরিজের দুই ম্যাচে হেরে নিউজিল্যান্ডের বিপক্ষে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছেন টাইগাররা। তবুও নিয়ম রক্ষার শেষ টি-টোয়েন্টিতে অকল্যান্ডে নামছে বাংলাদেশ।
এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনজুরিতে তার খেলা হচ্ছে না। মাহমুদউল্লাহ’র অবর্তমানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এর মধ্যে দিয়ে সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটনের।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লার বাঁ ঊরুতে টান পড়ে। চোট নিয়ে খেলে গেলেও শেষ ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। শেষ ম্যাচে মাঠে নামার আগে মাহমুদউল্লাহ অনুপস্থিতি নিশ্চিতভাবেই পিছিয়ে দিল বাংলাদেশকে।
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন কুমার দাশ (অধিনায়ক ও উইকেটকিপার), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, নাসুম আহমেদ।