spot_img

বসনিয়ার বিপক্ষে ফ্রান্সের কষ্টার্জিত জয়

অবশ্যই পরুন

ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার রাতে কষ্টার্জিত জয় পেয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তারা ১-০ গোলে হারিয়েছে বসনিয়া ও হার্জেগোভিনাকে। তৃতীয় ম্যাচে এটা ফ্রান্সের দ্বিতীয় জয়।

তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট সংগ্রহ করে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দিদিয়ের দেশমের শিষ্যরা। ২ ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে বসনিয়া রয়েছে চতুর্থ স্থানে।

গেল বুধবার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউক্রেনের বিপক্ষে গোল করেছিলেন আঁতোয়ান গ্রিজমান। এই বুধবারও গোল পেয়েছেন এই স্ট্রাইকার। ৬০ মিনিটের মাথায় তার করা একমাত্র গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে। স্বস্তির জয় এনে দিয়েছে দলকে।

পরবর্তী ৫ মাসে আর কোনো খেলা নেই ফ্রান্সের। ইউরো শেষে আগামী ১ সেপ্টেম্বর এই বসনিয়ার বিপক্ষেই ঘরের মাঠে খেলতে নামবে ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ