spot_img

ইসরাইলে দূতাবাস খুলছে বাহরাইন; হামাসের নিন্দা

অবশ্যই পরুন

ইহুদিবাদী ইসরাইলে দূতাবাস খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজতান্ত্রিক বাহরাইন সরকার। ইসরাইলে নিয়োগ দেয়ার জন্য বাহরাইনের আলে খলিফা সরকার এরইমধ্যে রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে।

মঙ্গলবার তুরস্কের রাষ্ট্র্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে হামাস মুখপাত্র হাজেম কাসেম বাহরাইনের এসব পদক্ষেপের নিন্দা জানান। তিনি বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তির মধ্যদিয়ে বাহরাইন যে রাজনৈতিক ভুল করেছে তারা বার বার তারই চর্চা করছে।

হামাস মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ফলে মধ্যপ্রাচ্যে ইসরাইল লাভবান হবে; এই চুক্তি আরব রাষ্ট্রগুলোর স্বার্থ রক্ষা করবে না। তিনি আরো বলেন, এই চুক্তির ফলে ফিলিস্তিন ইস্যুটি মারাত্মকভাব ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধমূলক তৎপরতা চালাতে ইসরাইলকে আরো বেশি উৎসাহিত করবে।

গত আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে তালমিলিয়ে বাহরাইন ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবকি করার চুক্তি সই করে। এ কাজে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ভূমিকা পালন করেন।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ