spot_img

রোনালদোর আর্মব্যান্ড নিলামে, যোগাবে শিশুর চিকিৎসার খরচ

অবশ্যই পরুন

সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদোর একটি গোল বাতিল করেন রেফারি। মেজাজ হারিয়ে অধিনায়কত্বের বাহুবন্ধনী (আর্মব্যান্ড) ছুড়ে ফেলে দেন সিআর সেভেন। ম্যাচে জয়ও হাতছাড়া হয় পর্তুগালের। তবে রোনালদোর ছুড়ে ফেলা সেই আর্মব্যান্ডই সার্বিয়ার মানুষের উপকারে লাগল।

কীভাবে? সিআর সেভেনের আর্ম ব্যান্ডটি উঠল নিলামে।

খেলা শেষ হয়ে যাওয়ার পর সেই বাহুবন্ধনী স্টেডিয়ামের এক কর্মী খুঁজে পান। তিনি একটি স্বেচ্ছাসেবী সংস্থার হাতে সেটি তুলে দেন। সার্বিয়ার ৬ মাসের এক শিশুর কঠিন রোগের চিকিৎসার জন্য অর্থ জোগাড় করছে ওই সংস্থা। সেই কারণেই ‘সি’ লেখা বাহু বন্ধনী নিলামে তোলা হয়েছে।

আগামী তিন দিন অনলাইনে চলবে নিলাম। সেখান থেকে পাওয়া অর্থ দিয়েই শিশুটির চিকিৎসা হবে।

শনিবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হয়েছিল পর্তুগাল। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফল ছিল ২-২। তবে অতিরিক্ত সময়ে রোনালদোর গোল বাতিল করেন রেফারি। তাতে ক্ষোভ জানালে রোনালদোকে হলুদ কার্ডও দেখতে হয়। পরে মাঠ ছেড়ে বেরোনোর আগে বাহুবন্ধনী খুলে মাঠে ছুড়ে ফেলে দেন রোনালদো।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ