spot_img

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে ঝরল নির্মাণ শ্রমিকের প্রাণ

অবশ্যই পরুন

নির্মাণাধীন ভবনে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজধানীতে রাশেদুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর সবুজবাগের নন্দীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মমিনুল ইসলাম জানান, সকালের দিকে সবুজবাগের নন্দীপাড়া এলাকার মিনহাজ বিল্ডিংয়ের পাশে একটি নির্মাণাধীন ভবনের রড কাটার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় রাশেদুল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, রাশেদুল ইসলাম কুড়িগ্রাম জেলার সদর থানার মকবুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে সবুজবাগের নন্দীপাড়া এলাকায় থাকতেন ও পেশায় একজন রড মিস্ত্রি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ