spot_img

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই মুস্তাফিজ

অবশ্যই পরুন

নিউজিল্যান্ডে বাংলাদেশের পারফরম্যান্স বরাবরই হতাশাজনক। এখনো পর্যন্ত দেশটিতে একটি ম্যাচও জেতা হয়নি টাইগারদের। চলতি সফরেও একই দশা। তিন ওয়ানডের পর হেরে গেছে প্রথম টি-টোয়েন্টিতেও।

মঙ্গলবার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ওই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় খেলবেন আরেক পেসার তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করলেও প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না তিনি।

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৬ রানের বড় ব্যবধানে হারার ম্যাচে সুবিধা করতে পারেননি মুস্তাফিজও। ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। ওই ম্যাচে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করে ২০ ওভারে ২১০ রানের বড় সংগ্রহ পেয়েছিল নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডের একাদশেও এসেছে এক পরিবর্তন। লকি ফার্গুসনের জায়গায় খেলবেন অ্যাডাম মিলনে। আগের ম্যাচে ৪ ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন ফার্গুসন।

নিউজিল্যান্ড একাদশ:

ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ