spot_img

এবার করোনায় আক্রান্ত ইরফান পাঠান

অবশ্যই পরুন

করোনাভাইরাসে ভারতের সাবেক ক্রিকেটারদের আক্রান্ত হওয়ার সংখ্যা বেড়েই চলেছে। প্রথমে শচিন টেন্ডুলকার, তারপর ইউসুফ পাঠান ও সবশেষে এস বদ্রিনাথের পজিটিভের খবর আসে। এবার এই আক্রান্তের তালিকায় উঠলো ইরফান পাঠানের নাম।

সোমবার (২৯ মার্চ) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর নিজেই জানান ইরফান পাঠান।

ইরফান জানান, ‘কোভিড-১৯ পজিটিভ হলেও কোনো উপসর্গ তিনি অনুভব করছেন না। নিজ বাসায় আইসোলেশনে আছেন। সাম্প্রতিক অতীতে যারা আমার সংস্পর্শে এসেছিলেন, তাদের পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।’

তিনি আরও লেখেন, ‘সকলকে মাস্ক পরতে ও সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখতে বলব। সকলের সুস্বাস্থ্য কামনা করি।’

কদিন আগে শেষ হওয়া সাবেকদের টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলেন এই চারজনই। শ্রীলঙ্কা লিজেন্ডসকে হারিয়ে শিরোপা জেতে ভারত লিজেন্ডস। এই জয়ী দলের সদস্য ছিলেন তারা।

পরীক্ষা করানোর পর গত শনিবার টেন্ডুলকার ও ইউসুফ তাদের কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা জানান। পরদিন আক্রান্ত হওয়ার খবর দেন বদ্রিনাথ। তিনজনই রায়পুর থেকে ফিরে মৃদু উপসর্গ অনুভব করার কথা জানান।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ