spot_img

বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি আরও সাড়ে ৭ হাজার

অবশ্যই পরুন

করোনায় বিশ্বে আরও সাড়ে ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গেলো ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে প্রায় সোয়া চার লাখ।

দিনে সর্বোচ্চ ৫৬ হাজার রোগী শনাক্ত হয়েছে ভারতে। আর সোমবার সবচেয়ে বেশি ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে ব্রাজিলে। এদিন লাতিন দেশটিতে কোভিড নাইনটিন ধরা পড়েছে ৪২ হাজার মানুষের শরীরে।

২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। আর মৃত্যু হয়েছে ৬ শতাধিক মানুষের। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ৫ লাখ ৬৩ হাজারের বেশি।

এদিকে, প্রায় তিন শতাধিক করে মানুষ মারা গেছে ফ্রান্স, রাশিয়া ও ইতালিতে। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১২ কোটি ৮২ লাখ। আর প্রাণহানি ২৮ লাখ সাড়ে ৩ হাজার।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ