spot_img

ব্রিসবেনে ৩ দিনের লকডাউন ঘোষণা

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী ব্রিসবেনে তিন দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। শহরটি আজ সোমবার (২৯ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা থেকে (বাংলাদেশ সময় দুপুর ১২টা) থেকে লকডাউনে যাচ্ছে। ব্রিসবেনে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে সাতজন হওয়ার পরিপ্রেক্ষিতে করোনা সংক্রমণ প্রতিরোধে এ ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

বিশ লাখের বেশির মানুষের বাস ব্রিসবেনে। চলতি বছরের শুরুতে ব্রিসবেনে তিন দিন লকডাউনে ছিল। সেবার একজন করোনা রোগী শনাক্ত হওয়ার পরই শহরে লকডাউন দেয়া হয়েছিল। ব্রিসবেনে নতুন করে করোনার সংক্রমণের খবর পাওয়া যায় গত শনিবার।

শহরের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন কীভাবে এই সংক্রমণের সূত্রপাত তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তাদের ধারণা, দুই সপ্তাহ আগে একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে নতুন সংক্রমণের যোগসূত্র থাকতে পারে।

কুইন্সল্যান্ডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলছেন, নতুন করে চারজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার অর্থ হলো- ভাইরাস বাসিন্দাদের মধ্যে ছড়িয়ে পড়ছে। তাই লকডাউন দেয়া জরুরি হয়ে পড়েছিল বলে তিনি জানান। করোনার সংক্রমণ ঠেকাতে এই লকডাউন আক্রান্তদের চিহ্নিত করতে কাজে লাগবে বলে মনে করেন তিনি।

সংবাদ সম্মেলনে কুইন্সল্যান্ডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা বলেন, আমি জানি এটা সত্যি কঠিন একটি সিদ্ধান্ত। ইস্টার আসন্ন, সামনে স্কুলের ছুটি আছে। তবুও চলুন এখনই লকডাউন পালন করি, সব বিধি মেনে চলি। দেখা যাক আমরা সংক্রমণ ঠেকাতে পারি কি না।

আগের লকডাউনগুলোর মতো এবারও কেবল চারটি জরুরি কারণে লকডাউনের সময় বাড়ির বাইরে যাওয়া যাবে। ব্যায়াম, কেনাকাটা, গুরুত্বপূর্ণ কোনো কাজে এবং স্বাস্থ্যসেবা করার প্রয়োজন পড়লেই কেবল বাইরে যাওয়ার অনুমতি মিলবে। এছাড়া, স্কুল, অফিসসহ অন্যান্য ব্যাবসা-বাণিজ্যিক কার্যক্রম ও সেবা প্রদান লকডাউনের সময় বন্ধ থাকবে। সূত্র: বিবিসি

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ