spot_img

দেশে করোনায় একদিনে রেকর্ড ৫১৮১ জন শনাক্ত, মৃত্যু ৪৫, সুস্থ ২০৭৭

অবশ্যই পরুন

গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে আরও ৫ হাজার ১৮১ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৮৯৫ এ।

এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও সপ্তাহজুড়ে ওঠানামা করছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১ বছরে কোভিডজনিত কারণে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৪৯।

গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ছিল ১৮ দশমিক ৩৮ শতাংশ ও মৃত্যুহার ছিল ১ দশমিক ৪৯ শতাংশ। গতকাল রোববারও সংক্রমণের হার ছিল ১৭ দশমিক ৬৫।

সোমবার দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, ২২৪টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি।

এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

দেশে করোনাভাইরাস সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে সে বছরের ১৮ মার্চ।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট শনাক্ত:  ৬ লাখ ৮৯৫
মারা গেছেন: ৮ হাজার ৯৪৯
মোট সুস্থ: ৫ লাখ ৩৮ হাজার ১৮ জন
মোট নমুনা পরীক্ষা: ৪৬ লাখ ১৭ হাজার ২৫টি

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ