spot_img

দেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে : বিদেশিদের অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

বিভিন্ন দেশের প্রতিনিধিদের বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন হয়েছে বলে জানিয়েছে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সুবিধাজনক সময়ে বিদেশি অতিথিদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি।

রোববার (২৮ মার্চ) কুয়েতের বাংলাদেশ দূতাবাস স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন- জাতির পিতা ও তার পরিবার, মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বর্তমানে জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন হচ্ছে। যার ফলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে দেশ উন্নয়নশীল দেশের কাতারে প্রবেশ করেছে। বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আর তারই কন্যা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দেশকে সোনার বাংলায় বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করছেন।

আলোচনা সভায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও বাংলাদেশের সঙ্গে কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। ‘কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট’ এর মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কুয়েতের অবদান প্রশংসনীয়। বর্তমানে প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে করোনা মোকাবিলা করছে। করোনাকালেও এশিয়ার সবগুলো দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি সর্বোচ্চ, যা ৫.২৪ শতাংশ।

কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলি সুলাইমান আল-সাঈদ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানান। এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় কুয়েতে নিযুক্ত ভারত, ভুটান, শ্রীলঙ্কা ও নেপালের রাষ্ট্রদূতরা এবং সেনেগাল ও ইয়েমেন দূতাবাসের উপ-মিশন প্রধান এবং দেশটির গণমাধ্যম প্রতিনিধিরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের শুভেচ্ছা ভিডিও বার্তা দেখানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুয়েতের এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলি সুলাইমান আল-সাঈদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ