spot_img

কোহলি চাওয়ায় বদলে গেল আইপিএলের নিয়ম

অবশ্যই পরুন

বিরাট কোহলি বেশ কিছুদিন ধরেই তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে মাঠের আম্পায়ারের মতামত বা ‘আম্পায়ার্স কল’ ও ‘সফট সিগন্যাল’ প্রাধান্য নিয়ে বেশ সরব। গেল সপ্তাহেই জানিয়েছিলেন, কেন এখানে ‘আমি জানি না’ গোছের কোনো বার্তা তৃতীয় আম্পায়ারকে জানাতে পারবেন না মাঠের আম্পায়ার! কোহলির এ চাওয়া আইসিসিতে ধোপে টেকেনি, তবে আইপিএল যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে ভারতীয় অধিনায়ক খুশিই হতে পারেন।

এবার থেকে মাঠের আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্তকে (সফট সিগন্যাল) গুরুত্ব দিচ্ছে না আইপিএল। তৃতীয় আম্পায়ারের কাছে যাওয়া কোনও আবেদন সম্পূর্ণরূপে তার সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে। ভারত-ইংল্যান্ড ম্যাচের সময় মাঠের আম্পায়ারের সফট কলের ভিত্তিতে দেওয়া সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এই বিষয় আলোচনা করা হয় এবং সেই অনুযায়ী আইপিএলের নিয়মে পরিবর্তন করা হয়।

এই নিয়ম পরিবর্তনের ফলে এবারের আইপিএলে মাঠের আম্পায়াররা তৃতীয় আম্পায়ারের কাছে সাহায্য নেওয়ার সময় তাদের সফট কল জানাবেন না। বোর্ডের সূত্রে বলা হয়েছে, ‘অনেক সময় মাঠের আম্পায়ারের আপাত দৃষ্টিতে নেওয়া সিদ্ধান্ত বিভ্রান্তি সৃষ্টি করেছে।’

এখানেই শেষ নয়। মাঠের আম্পায়ারের দেওয়া নো বলের সিদ্ধান্তও এখন থেকে বদলে দিতে পারবেন তৃতীয় আম্পায়ার।

সময়ের দিকেও নজর দেওয়া হয়েছে এ বারের আইপিএল-এ। ইনিংসের ২০তম ওভার ৯০ মিনিটের মধ্যেই শেষ করতে হবে বলে জানিয়েছে ভারতীয় বোর্ড। আগের নিয়ম অনুযায়ী ২০তম ওভার ৯০মিনিটে শুরু করা যেত বা তার আগে শুরু করলেও কোনও অসুবিধা ছিল না।

সর্বশেষ সংবাদ

ব্রিকসে সহযোগী দেশ হলো ইন্দোনেশিয়া

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের ‘পার্টনার’ বা সহযোগী দেশের মর্যাদা পেয়েছে ইন্দোনেশিয়া। ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ