spot_img

বইমেলায় রাতে নারীদের উত্ত্যক্ত, দুজনের কারাদণ্ড

অবশ্যই পরুন

ফরিদপুরে অমর একুশে গ্রন্থমেলায় আসা নারী দর্শনার্থীদের গোপনে ছবি তোলা ও উত্ত্যক্ত করার অপরাধে দুই যুবককে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. জিয়া (৩০) ও রফিকুল ইসলাম (৩০)। তাদের বাড়ি মাগুরা সদর উপজেলায়। জিয়া ফরিদপুরে একটি ওষুধ কোম্পানিতে সরবরাহকারী হিসেবে কর্মরত। রফিকুল ফরিদপুরের এক দোকানের কর্মচারী।

জানা যায়, গ্রন্থমেলায় শুক্রবার রাত ৮টার দিকে মেলায় আসা নারী দর্শনার্থীদের গোপনে ছবি তোলেন এবং অশ্লীল কথাবার্তা বলেন ওই দুই যুবক। একপর্যায়ে এক নারী ওই দুই যুবকের একজনের মোবাইল কেড়ে নেন। পরে দেখতে পান মোবাইলে তাদের বিভিন্ন ছবি তোলা হয়েছে।

পরে বিষয়টি জেলা প্রশাসনকে জানালে তাৎক্ষণিক ওই দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন।

ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন জানান, ওই দুই যুবক মেলায় আসা নারী দর্শনার্থীদের গোপনে ছবি তোলে এবং অশ্লীল কথাবার্তা বলে। এমন অভিযোগ পেয়ে তাৎক্ষণিক তাদের আটক করা হয়। এ সময় ওই যুবকদ্বয়ের মোবাইলে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তিনি আরও বলেন, পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জিয়াকে ৩ মাস ও রফিকুলকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রাতেই তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে মেলায় এ ধরনের ঘটনায় তাৎক্ষণিক ২ যুবককে কারাদণ্ড প্রদান করায় জেলা প্রশাসক অতুল সরকারকে ধন্যবাদ জানিয়েছে সুধী মহল।

প্রসঙ্গত, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অম্বিকা ময়দানে গত ২০ মার্চ সকালে ‘আট আনায় জীবনের আলো কেনা’ প্রতিপাদ্যকে উপজীব্য করে ফরিদপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। ফরিদপুর জেলা প্রশাসন ও জ্ঞানের আলো ট্রাস্টের আয়োজনে এ বইমেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ