spot_img

তাদের ষড়যন্ত্র এখনও বন্ধ হয়নি : মেয়র তাপস

অবশ্যই পরুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তি এখনও বিরাজমান। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

শুক্রবার (২৬ মার্চ) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ডিএসসিসি মেয়র এসব কথা বলেন।

ব্যারিস্টার তাপস বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আজকে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার সুফলও ঘরে ঘরে পৌঁছে দিতে পারছি। এটা আমাদের জন্য বড় অর্জন। কিন্তু আমাদের সেই মুক্তির সংগ্রাম এখনও চালিয়ে যেতে হবে। সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল শক্তি এখনও বিরাজমান। তাদের ষড়যন্ত্র বন্ধ হয়নি। তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে।

আজকের দিনটি পুরো জাতির জন্য আনন্দের দিন উল্লেখ করে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আজ অত্যন্ত আনন্দের দিন। দেশের সবাই আনন্দ উৎসবের মাধ্যমে স্বাধীনতা দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এই দিনটি আমরা উৎসবমুখর পরিবেশে উদযাপন করছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, ৩০ লাখ শহীদ ও সর্বোচ্চ আত্মত্যাগ স্বীকার করা দুই লাখ মা-বোনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যারা সেদিন রণাঙ্গণে নিজেদের জীবন বাজি রেখে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছি।

পরে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঢাকা সিটি ইউনিটের চেয়ারম্যান হিসেবে নগর ভবনে ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে ধানমন্ডি-৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ  প্রমুখ।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ