১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশে হওয়া গণহত্যার স্বীকৃতিস্বরূপ ২৫ মার্চকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ ঘোষণার দাবিতে স্মারকলিপি দিয়েছে ইতালি শাখা ছাত্রলীগ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টায় রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।
ভয়াল ২৫ মার্চ উপলক্ষে ছাত্র লীগের আন্তর্জাতিক সব ইউনিটগুলোকে ব্যানার, মানববন্ধন এবং নিজস্ব দূতাবাসে স্মারকলিপি প্রদানের কর্মসূচি পালনের নির্দেশ দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
নির্দেশনা অনুযায়ী ইতালি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদারের নেতৃত্বে রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে জাতিসংঘ বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইতালি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল হাওলাদার, ইয়াসিন আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হাওলাদার, উপ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলী রাইয়ানসহ রোম শাখা ছাত্রলীগ নেতা সানজিৎ ধর, আহসানুল ইসলাম শুভ প্রমুখ।
ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসানের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন দূতাবাসের কাউন্সেলর (রাজনৈতিক) সিকদার মোহাম্মদ আশরাফুর রহমান এবং কাউন্সেলর (শ্রম কল্যাণ) মো. এরফানুল হক।