spot_img

ক্ল্যামার্দকে হত্যার হুমকি দিয়েছে সৌদি: নিশ্চিত করল জাতিসংঘ

অবশ্যই পরুন

জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ তদন্তকারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হত্যার হুমকি দিয়েছেন বলে নিশ্চিত করেছে জাতিসংঘ। এ বিষয়ে ব্রিটেনের দৈনিক গার্ডিয়ান পত্রিকায় রিপোর্ট প্রকাশের পর সংস্থার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিষয়টি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের ই-মেইলের জবাবে জাতিসংঘ মানবাধিকার পরিষদের মুখপাত্র রুপার্ট কলভিল বলেছেন, “গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত রিপোর্ট আমরা দেখেছি যা সঠিক।”

সৌদি আরবের খ্যাতিমান সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে নিযুক্ত জাতিসংঘের একজন তদন্তকারী নারী কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে হত্যার হুমকি দেন সৌদি আরবের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা।

তুরস্কের ইস্তাম্বুল শহরে ২০১৮ সালের অক্টোবর মাসে জামাল খাশোগিকে হত্যার ঘটনা তদন্তে নিযুক্ত বিশেষ তদন্ত কর্মকর্তা অ্যাগনেস ক্ল্যামার্দকে সৌদি কর্মকর্তা হত্যার হুমকি দেন। খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর তাকে এই হুমকি দেয়া হয়।

অ্যাগনেস ক্ল্যামার্দ হচ্ছেন ফ্রান্সের একজন মানবাধিকার বিশেষজ্ঞ। তিনি চলতি মাসেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব পদে যোগ দেবেন।

তিনি ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে এক সাক্ষাৎকারে বলেন, ২০২০ সালে জানুয়ারি মাসে জাতিসংঘের এক সহকর্মী তাকে সৌদি আরবের পক্ষ থেকে হত্যার হুমকির বিষয়ে সতর্ক করেন। জাতিসংঘের ওই কর্মকর্তা বলেছিলেন, সৌদি আরবের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা দুইবার ক্ল্যামার্দকে হত্যার হুমকি দিয়েছেন। ওই সৌদি কর্মকর্তা বলেন, “জাতিসংঘ যদি তার লাগাম টেনে না ধরে তাহলে তারাই তার বিষয়টি দেখবেন।”

সর্বশেষ সংবাদ

মেক্সিকোতে পরিত্যক্ত পিকআপ ভ্যানে মিললো ১১ জনের মরদেহ

লাতিন আমেরিকার দেশ মেক্সিকোতে একটি পরিত্যক্ত গাড়ির ভেতরে দুই শিশুসহ ১১ জনের মরদেহ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দক্ষিণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ