ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাকযুদ্ধে জড়ালেন। বুধবার (২৪ মার্চ) নির্বাচনি জনসভায় মমতার ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করে মোদী বলেছিলেন, মানুষের প্রয়োজনে আপনাকে পাশে পাওয়া যায় না। আর ভোটের সময় দুয়ারে সরকার করছেন।
মেদিনীপুরের কাঁথির ওই সভায় তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের মানুষই দিদিকে দরজা দেখিয়ে দেবে।
অন্য দিকে বাঁকুড়ার বিষুষ্ণপুরে সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রধানমন্ত্রীর চেয়ারকে সম্মান করতাম, এখনো করি। কিন্তু এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি মিথ্যা ছাড়া কিছু বলতেই পারেন না। মোদীর মতো মিথ্যাবাদী আমি জীবনে দেখিনি।
মমতা আরও বলেন, ভোটের আগে নরেন্দ্র মোদী ১৫ লাখ রুপি দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিজেপির প্রতিশ্রুতির সেই টাকা পেয়েছেন? আমি যেটা বলেছি, সেটা করেছি। বিজেপি কিছু করতে পারেনি। মোদীর মতো মিথ্যা কথা আমি বলি না।
মমতার ভাষায়, মোদীর তিনটি সিন্ডিকেট। ওরা সব লুট করে নিয়ে যাবে। শুধু ওরা খাবে, আর বাংলার মানুষ কেঁদে বেড়াবে।
এদিন বহিরাগত ইস্যুতে তৃণমূল নেত্রীর তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছিলেন, কেউ বহিরাগত নয়। সবাই এই ভূমির সন্তান। এই ভূমি বঙ্কিম বাবুর, রবি ঠাকুরের, সুভাষ বসুর, শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের। বঙ্গভূমি ও ভারতভূমি একই। আমরা ভারতবাসীর সন্তান। এই বঙ্গভূমিতে কেউ বহিরাগত নন। এখানে কোনো ভারতবাসী বহিরাগত নন।