spot_img

পরমাণু সমঝোতা সম্পর্কে আইএইএ’র মহাপরিচালকের সর্বশেষ মন্তব্য অগঠনমূলক: ইরান

অবশ্যই পরুন

ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি পরমাণু সমঝোতা সম্পর্কে সর্বসাম্প্রতিক যে মন্তব্য করেছেন তা নিতান্তই অগঠনূলক।

আইএইএ-তে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বুধবার এ মন্তব্য করেন।

রাফায়েল গ্রোসি মার্কিন সাপ্তাহিক নিউজউইককে দেয়া সাক্ষাতকারে বলেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করতে হলে “বিস্তারিত ও টেকনিক্যাল আলোচনা প্রয়োজন।” ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার গোপন অবস্থান লাভের জন্য এটি জরুরি। তিনি বলেন, এর সঙ্গে পরমাণু সমঝোতার পূর্ণ সম্পর্ক রয়েছে।

এ প্রসঙ্গে কাজেম গরিবাবদি বলেন, এ ধরনের সাক্ষাৎকার আইএইএ’র ইরানের কাছে আস্থা বিনষ্ট করবে।#

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ