গুয়েতেমালার প্যাকায়া আগ্নেয়গিরিতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ছাই ও পাথর ছড়িয়ে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানীর বিমানবন্দর।
জরুরি অবতরণে বাধ্য হয় ৯টি বিমান। ঝুঁকিপূর্ণ ছাই মেঘের কারণে এল সালভাদরে সরিয়ে নেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস থেকে আসা একটি ফ্লাইট। আগ্নেয়গিরি বিস্ফোরণে কালো ধোঁয়ায় ছেয়ে আছে মাইলের পর মাইল। ছাইয়ে ঢেকে গেছে নিকটবর্তী শহরগুলোর রাস্তাঘাট, স্থাপনা। পরিষ্কারে কাজ করছে কয়েকশ’ পরিচ্ছন্নতা কর্মী। তবে বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার বিষয়ে কোনো সতর্কতা জারি হয়নি।
গেলো দুই মাস ধরেই সক্রিয় মধ্য আমেরিকার অন্যতম এ আগ্নেয়গিরিটি।