spot_img

বিদেশ ভ্রমণে গেলেই ব্রিটেনে প্রায় ৬ লাখ টাকা জরিমানা

অবশ্যই পরুন

করোনাভাইরাসের প্রকোপ ফের বাড়ায় কঠোর পদক্ষেপ নিয়েছে ব্রিটেন। ব্রিটিশ সরকারের ঘোষণা অনুযায়ী, ছুটিতে বিদেশে ভ্রমণে গেলেই জরিমানা করা হবে ৫ হাজার পাউন্ড (৫ লাখ ৮৩ হাজার টাকা প্রায়)। আগামী জুন মাস অবধি এই আদেশ কার্যকর থাকবে।

সিদ্ধান্তের কথা জানিয়েছে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে এপ্রিল মাসে আন্তর্জাতিক ভ্রমণের ব্যাপারে রিভিউ করা। সরকারিভাবে ১৭ মে থেকে ফের বিদেশ যাত্রার ব্যাপারে অনুমতি দেয়া হতে পারে। তবে যারা পড়াশোনা করতে ও কাজের জন্য বাইরে যাচ্ছেন তারা এই শাস্তির বাইরে থাকবেন। খবর রয়টার্সের

ছুটির সময় ব্রিটেনের বহু মানুষ ইউরোপের নানান দেশে ঘুরতে যান। তবে যেহেতু গোটা ইউরোপেই এই মুহূর্তে করোনা সংক্রমণ ফের বৃদ্ধি পাচ্ছে তাই কড়া হচ্ছে ইংল্যান্ড।

ম্যাট হ্যানকক জানিয়েছেন, ইউরোপের বিভিন্ন জায়গায় করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে। এছাড়া নতুন করে করোনার নানান স্ট্রেইনেরও হদিশ মিলছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে যা যা রক্ষা করা গিয়েছে সেসব ফের একবার বাঁচানো অত্যন্ত দরকারি বলে জানিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহু-গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাকে ফিলিস্তিনিদের স্বাগত

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনিরা। এবার তা দ্রুত...

এই বিভাগের অন্যান্য সংবাদ