ভারতের মধ্যপ্রদেশে বাস ও অটোরিকশার মধ্যে সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১২ জন নারী ও একজন পুরুষ। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে মধ্যপ্রদেশের গুয়ালিয়র জেলায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে গুয়ালিয়র জেলার পুরানি ছাবানি নামক স্থানে বাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মোরেনা নামক স্থানে যাচ্ছিল।
গুয়ালিয়র জেলা পুলিশের এসপি অমিত সাংহি জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত নারীরা ‘অঙ্গনওয়াড়ি কেন্দ্র’ নামক স্থানে রান্নার কাজ করতেন। মঙ্গলবার সকালে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় নিহত হন তারা।
এদিকে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এছাড়া দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে চার লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে।