ব্রাজিলে করোনাভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন প্রদেশ ও শহরে জারিকৃত লকডাউন গভর্নর-মেয়রদের স্বেচ্ছাচারী আচরণ। এমন অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
রোববার রিও ডি জেনিরোয় তার ৬৬তম জন্মদিন উদযাপন করেন ভক্ত-সমর্থকরা। দেশটিতে কোভিড নাইনটিনের সর্বোচ্চ সংক্রমণের সময়ও স্বাস্থ্যবিধির মানার বালাই ছিল না তাদের মাঝে।
ব্রাসিলিয়ায় প্রেসিডেন্টের বাসভবনের সামনেও উৎসব করেন অনেকে। সেখানে সমর্থকদের সাথে সস্ত্রীক যোগ দেন বোলসোনারো। তীব্র সমালোচনা করেন স্থানীয় প্রশাসনের কোভিড বিরোধী পদক্ষেপের।
ব্রাজিলে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে করোনার দৈনিক সংক্রমণ আর মৃত্যুর। রোববারও মৃত্যু হয় ১২শ’র বেশি মানুষের।