করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি বিচে জারি করা ডিস্ট্রিক্টে স্টেট অব ইমারজেন্সি ও কারফিউয়ের মেয়াদ তিন সপ্তাহ (২১)দিন বাড়ানো হয়েছে। মাস্কবিহিন ও নিয়ম ভঙ্গ করে আয়োজিত জনসমাবেশকে নিয়ন্ত্রণে আনতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দেশের অন্য সমুদ্র সৈকতে এখনো বেশ ঠাণ্ডা এবং বেশিরভাগ করোনাভাইরাস এর কারণে উন্মুক্ত না থাকায়, বসন্তের ছুটি কাটাতে মিয়ামি বিচে লোকজনের ভীর যেন উপচে পড়ছে। এ যেন মানুষ রক গানের কনসার্টে যাচ্ছে। পুলিশ জানায়, লোকসমাগমের কারণে বিচ এলাকায় কোনো ঘাস দেখা যাচ্ছিল না।
এর আগে ওই শহরের মেয়র ড্যান জেলবার ইমারজেন্সি জারির পাশাপাশি সমুদ্রসৈকতে ৭২ ঘণ্টার কারফিউও জারি করা হয়েছিল। সেটির মেয়াদ বাড়ানো হলো।
সিএনএন-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মায়ামি সমুদ্রসৈকতে হঠাৎ করেই মানুষের ভিড় বেড়ে যাওয়ায় ২০ মার্চ থেকে সেখানে স্টেট অব ইমারজেন্সি ও কারফিউ জারি করেছেন মেয়র।
মেয়র ড্যান জেলবার বলেন, হঠাৎ করেই সৈকতে অসংখ্য মানুষ আসছে। কেউ কোনো নিয়ম মানছে না। এ কারণে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মায়ামি বিচ পুলিশের মুখপাত্র আর্নেস্টো রদ্রিগেজ বলেন, কারফিউ ভেঙে সৈকতে ঘোরাঘুরি করায় সকাল সাড়ে আটটা থেকেই পুলিশ সৈকত থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু তাতেও কর্ণপাত না করায় এক পর্যায়ে তাদের আটকের মত সিদ্ধান্ত নিতে হয়েছে। রোববার সকালে অন্তত এক ডজন মানুষকে আটক করা হয়েছে।
এর আগে ২০ মার্চ এক সংবাদ সম্মেলনে মেয়র ড্যান জেলবার বলেন, শহরে আগামী ৭২ ঘণ্টার জন্য কারফিউ বলবৎ থাকবে। আর শহর থেকে সৈকতে যাওয়ার পথ রাত নয়টা থেকে পরবর্তী কয়েক রাতের জন্য বন্ধ থাকবে। এখন সেটি আরও বাড়িয়ে ২১ দিন করা হয়েছে।
মেয়র বলেন, রাতে সৈকতে রক কনসার্টের আয়োজন করা হচ্ছে। এ কারণে এখানে অসংখ্য মানুষের ভিড় বাড়ছে। কেউ স্বাস্থ্যবিধি মানছে না। ১৯ মার্চ রাতে এই ভিড়ের ভেতর থেকে কেউ একজন শূন্যে গুলি ছুড়লে সেখানে সংঘর্ষের সৃষ্টি হয়েছিল। প্রতিদিন পরিস্থিতির অবনতি ঘটছে। মহামারিকালে এ ধরনের পরিস্থিতি সামাল দেওয়া অনেক চ্যালেঞ্জের।
সরকার ঘোষিত ইমারজেন্সি জারির পর মায়ামি বিচ এলাকার জনপ্রিয় হোটেল দ্য ক্লিভল্যান্ডার সাউথ বিচ ১৯ মার্চ ঘোষণা দিয়েছে, কর্মী ও সংশ্লিষ্টদের নিরাপত্তার স্বার্থে অন্তত ২৪ মার্চ পর্যন্ত হোটেলের খাবার ও পানীয় সেবা বন্ধ থাকবে।