spot_img

হঠাৎ দেশে ফিরছেন সাকিব

অবশ্যই পরুন

কথার যুদ্ধে রীতিমতো টালমাটাল দেশের ক্রিকেট। যাকে ঘিরে এই আলোচনা, সেই সাকিব আল হাসান উত্তেজনা তুঙ্গে থাকতেই দেশে ফিরছেন আজ (সোমবার) দিবাগত রাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলতেই হঠাৎ দেশে আসছেন সাকিব।  ওয়াসিম খান বলেন, ‘সাকিব আজ রাত দুইটায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ঢাকা ফিরছেন।’

ঘনিষ্ঠ সূত্রের খবর, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিশ্চিত করতেই তার এই দেশে ফেরা। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হবে আগামী ৯ এপ্রিল। যেখানে তার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা। যদিও একটি ফেসবুক লাইভে বিসিবি পরিচালক আকরাম খানকে নিয়ে মন্তব্য করার পর সাকিবকে দেওয়া ছাড়পত্র পুনর্বিবেচনা করা হবে জানিয়েছে বিসিবি।

আইপিএলে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুরও করেছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র যান সাকিব। এ কারণে নিউজিল্যান্ড সফরের দলেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার।

মা শিরিন রেজাকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা করেন টাইগার অলরাউন্ডার। সেখানে গত ১৫ মার্চ সোমবার পুত্র সন্তান জন্ম নেয় তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন টাইগার অলরাউন্ডার। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালকের বিপক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন। এ নিয়ে সরগরম গোটা ক্রিকেটাঙ্গন। দেশ ছাড়িয়ে বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে সাকিবের কথা। তিনি হঠাৎ কেন অগ্নিমূর্তি ধারণ করেছেন, তার ব্যাখ্যা দিয়েছেন সাকিব নিজে।

সেই লাইভ অনুষ্ঠানে রীতিমতো বোমা ফাটান সাকিব। জানান, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আর পরিচালক খালেদ মাহমুদ সুজন ছাড়া কেউই ক্রিকেটের স্বার্থে কাজ করছেন না। ক্রিকেট বোর্ডের কার্যক্রম চলছে দায়সারাভাবে। এমনকি জাতীয় দলের পাইপলাইন শক্ত করার দায়িত্ব যাদের, সেই হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটও ক্রিকেটার তৈরির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারছে না।

সাকিবের মন্তব্যের জেরে রোববার নিজ বাসায় বৈঠক ডাকেন খোদ বিসিবি সভাপতি। সন্দেহ নেই বিপাকেই পড়তে পারেন এই তারকা ক্রিকেটার।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ