spot_img

মিয়ানমারে এবার গাড়ি বহর নিয়ে বিক্ষোভের ডাক

অবশ্যই পরুন

মিয়ানমারে সামরিক জান্তাবিরোধী বিক্ষোভ চলছেই। এবার নতুনভাবে আন্দোলনের পরিকল্পনা করেছে বিক্ষোভকারীরা। গাড়ি বহর নিয়ে হর্ন বাজিয়ে দেশটির সামরিক জান্তাকে তিন আঙুলের অভ্যুত্থানবিরোধী স্যালুট দেখানোর ডাক দেওয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, রোববার ২১ মার্চও পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন মিয়ানমারের মনওয়া শহরে, আহত অনেক। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক গ্রুপে রক্ত চেয়ে করা এক পোস্টে এসব বলেছেন দেশটির এক ডাক্তার।

মিয়ানমারের এক স্থানীয় মিডিয়ার বরাতে রয়টার্স বলেছে, মিয়ানমারের দ্বিতীয় বড় মান্দালয়ের এক স্কুলে সেনাবাহিনী এক ক্যাম্প তৈরির চেষ্টা করেছিল। এসময় কাজে বাধা দেয় স্থানীয় জনতা। তখন আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মিয়ানমারের রাজনৈতিক বন্দি সহায়তা কেন্দ্রের তথ্য অনুসারে, সামরিক সরকার বিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে আছে মিয়ানমার।

সর্বশেষ সংবাদ

অস্ট্রেলিয়ায় শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

অস্ট্রেলিয়ার সরকার পরিকল্পনা করেছে, ১৬ বছর বয়স পর্যন্ত শিশুদের এক্স, টিকটক, ফেসবুক ও ইন্সটাগ্রাম-সহ সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ