spot_img

শেষ দুই দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লেস্টার ও চেলসি

অবশ্যই পরুন

শেষ দুই দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে লেস্টার ও চেলসি। লেস্টার সিটির কাছে শেষ আটের ম্যাচে ৩-১ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। কিং পাওয়ার স্টেডিয়ামে ম্যান ইউনাইটেডকে খুঁজেই পাওয়া যায়নি স্বাগতিকদের দাপটে।

২৪ মিনিটে নাইজেরিয়ান ফরোয়ার্ড কেলেচি ইহিয়ানাচোর গোলে লিড নেয় ফক্সেস। যদিও প্রথমার্ধেই ম্যাসন গ্রিনউডের গোলে সমতায় ফেরে রেড ডেভিলরা।

৫২ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার ইউরি টিলেমানসের গোলে আবারও লিড নেয় লেস্টার। আর ৭৮ মিনিটে ইহিয়ানাচোর দ্বিতীয় গোল ইউনাইটেডের সেমিফাইনালের সম্ভাবনা শেষ করে দেয়।

এদিকে, স্ট্যামফোর্ড ব্রিজে রোববার ২-০ গোলে জিতেছে চেলসি। চেলসির ভীষণ বাজে সময়ের মধ্যে গত ২৭ জানুয়ারি দায়িত্ব নেন টুখেল। এরপর থেকে এখনও হারেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ১৪ ম্যাচ অপরাজিত রইলো তারা।

গত বুধবার আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাস্পিয়ন্স লিগের শেষ আটে ওঠা ম্যাচের একাদশে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে চেলসি। বল দখলে আধিপত্য করলেও আক্রমণে সুবিধা করতে পারছিল না ২০১৭-১৮ আসরের চ্যাম্পিয়নরা।

ভাগ্যের সহায়তায় ২৪তম মিনিটে এগিয়ে যায় তারা। ম্যাসন মাউন্টের কর্নার বাম প্রান্তে ডি বক্সের বাইরে পেয়ে দূরের পোস্টে ক্রস করেন বেন চিলওয়েল। পা বাড়িয়ে ক্লিয়ার করতে গিয়ে বল নিজেদের জালে ঠেলে দেন শেফিল্ড মিডফিল্ডার অলিভার নরউড। পরে জিয়াশের গোলে ২-০ তে এগিয়ে যায় চেলসি।

সর্বশেষ সংবাদ

অধিনায়কের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচ নিষিদ্ধ জোসেফ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপের সঙ্গে ফিল্ডিং সাজানো নিয়ে মতের অমিল হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ