spot_img

কৃষক হত্যায় তিন ভাইসহ ৪ জনের যাবজ্জীবন

অবশ্যই পরুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কৃষক লালচান হত্যা মামলায় তিন ভাইসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২১ মার্চ) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক মীর রুহুল আমীন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শিবালয় উপজেলার জামসা গ্রামের মো. মোহন আলীর তিন ছেলে জমির হোসেন, মো. জহুর আলী, মো. সুমন হোসেন এবং মো. আব্দুল জলিলের ছেলে মতিয়ার রহমান।

মামলার নথি থেকে জানা যায়, জামসা গ্রামের ৪০ শতাংশ জমি নিয়ে আসামিদের সঙ্গে বিরোধ চলছিল লালচানের। এ নিয়ে আদালতে মামলাও হয়েছিল। ২০১৫ সালের ২ এপ্রিল দুপুরে আসামিরা জমির দখলে গেলে বাধা দেন লালচান। এ সময় লালচানকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন জমির হোসেন, জহুর আলী, সুমন হোসেন ও মতিয়ার রহমান।

তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল নিয়ে যায় স্থানীয়রা। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে লালচানের মৃত্যু হয়।

এ ঘটনায় ২০১৫ সালের ৩ এপ্রিল লালচানের বাবা জামাল কাজী বাদী হয়ে শিবালয় থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ৫ সেপ্টেম্বর ১২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ১৩ জনের সাক্ষ্যগ্রহণের পর আসামিদের উপস্থিতিতে চারজনের যাবজ্জীবন ও বাকিদের খালাস দেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এ কে এম কাইছার বলেন, লালচান হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে আমরা সন্তুষ্ট।

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ