রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ না কিনতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শনিবার (২০ মার্চ) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এসময় রীতিমতো হুমকির সুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা এড়াতে রুশ সামরিক সরঞ্জাম থেকে ওয়াশিংটনের মিত্রদের দূরে থাকা উচিত।
নয়াদিল্লিতে লয়েড অস্টিন বলেন, ‘রাশিয়ার তৈরি সামরিক সরঞ্জার থেকে দূরে থাকতে আমাদের সকল মিত্র ও অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এড়াতে রুশ নির্মিত যেকোন সরঞ্জাম কেনা থেকে তাদের বিরত থাকা উচিত।’
তার মতে, ভারতকে এখনও এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেনি মস্কো। আর তাই নিষেধাজ্ঞার সম্ভাবনা নিয়েও কোনো আলোচনা হয়নি।
এর আগে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কেনায় যুক্তরাষ্ট্র গত বছর তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও দেশটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র এবং সামরিক জোট ন্যাটোর সক্রিয় সদস্য।
তিনদিনের সফরে বর্তমানে ভারতে অবস্থান করছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। শনিবার রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের আগে শুক্রবার বৈঠক তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কে আরও গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনতে ২০১৯ সালে দেশটিকে ৮০ কোটি মার্কিন ডলার পরিশোধ করে ভারত। চলতি বছর শেষের দিকে অত্যাধুনিক ওই ক্ষেপণাস্ত্রের প্রথম চালান হাতে পাওয়ার কথা রয়েছে দেশটির। তবে মার্কিন হুমকিতে তা মোটামুটি অনিশ্চিতই হয়ে পড়ল। কারণ, নিষেধাজ্ঞা দিতে যুক্তরাষ্ট্র যে তার ঘনিষ্ঠ মিত্র তুরস্ককেও ছাড়েনি।
সূত্র: রয়টার্স