spot_img

শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করেছেন: ওআইসির মহাসচিব

অবশ্যই পরুন

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন, ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল ওথাইমিন বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন পূরণ করেছেন তার কন্যা শেখ হাসিনা। এক ভিডিও বার্তায় তিনি বলেন, মহান নেতা শেখ মুজিবের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিলো। তার নেতৃত্বেও চেষ্টাইতেই বাংলাদেশ ওআইসির সদস্য হয়।

ওথাইমিন আরও বলেন, বঙ্গবন্ধু একতাবদ্ধ মুসলিম জাহান দেখতে চেয়েছিলেন। ১৯৭৪ সালে তিনি তার প্রথম সম্মেলনেই মুসলিম দেশগুলোর মধ্যে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। তার কাজ সবার সবসময় মনে থাকবে। ওথাইমিন আরও বলেন, তার কন্যাও একই কাজ অক্লান্তভাবে করে যাচ্ছেন। তার কারণেই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উপলক্ষ্যে তিনি এই ভিডিও বার্তা পাঠান।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ