spot_img

মেক্সিকোতে পুলিশ বহরে হামলায় নিহত ১৩

অবশ্যই পরুন

মেক্সিকো মধ্যাঞ্চলে বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ বহরে অপরাধী চক্রের এক হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র।

খবরে বলা হয়, মেক্সিকো রাজ্যের কোয়াতাপাক হরিনাস পৌরসভা এলাকায় সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ টহল দল হামলার শিকার হয়।

সুনির্দিষ্ট কোন অপরাধী চক্রকে দায়ী না করে মেক্সিকোর নিরাপত্তা মন্ত্রণালয় ও প্রসিকিউটররা জানিয়েছে, নিহতদের মধ্যে পুলিশ কর্মকর্তা এবং জেলা অ্যাটর্নি দফতরের এজেন্টরা রয়েছে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুষ্কৃতকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এদিকে, কর্তৃপক্ষ এ হামলাকে একটি ‘কাপুরুষোচিত’ হামলা হিসেবে অভিহিত করে এর কঠোর নিন্দা জানিয়েছে।

রাজধানীর পার্শ্ববর্তী দ্য স্টেট অব মেক্সিকো রাজ্যে বিভিন্ন অপরাধী চক্রের উপস্থিতির কারণে এ রাজ্যকে দেশের সবচেয়ে সহিংসতাপূর্ণ রাজ্য হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

দেশটিতে মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সরকার সেনাবাহিনী মোতায়েন করার পর থেকে এ পর্যন্ত ৩ লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪৭ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ