spot_img

আজ প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭৫ সালে নির্মমভাবে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। হত্যার পর কত রকমের মিথ্যা অপপ্রচার চালানো হয়। কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় না। আজ প্রমাণিত হয়েছে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যায় না।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, শ্রীলঙ্কা আমাদের ঘনিষ্ঠ বন্ধু। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে শ্রীলঙ্কা সম-মনোভাব পোষণ করে। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রীলঙ্কার জনগণের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্য অটুট থাকবে।

মুজিববর্ষের অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখায় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভি লাভরফকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। ‘মুজিব চিরন্তন’দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার আজকের থিম ‘যতকাল রবে পদ্মা যমুনা’।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস এবং তিন বাহিনীর প্রধান উপস্থিত আছেন।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে দলে নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ