spot_img

সেরামের ভ্যাকসিন না পৌঁছানোয় যুক্তরাজ্যে সরবরাহ সংকটের আশঙ্কা

অবশ্যই পরুন

ভারত থেকে ভ্যাকসিন আসতে দেরি করায় যুক্তরাজ্যে কোভিড ভ্যাকসিন সরবরাহে ঘাটতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। এপ্রিল মাসে ভারত থেকে যুক্তরাজ্যে ৫০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন যাওয়ার কথা থাকলেও তা সময়মতো পৌঁছাতে পারবে না।

বিবিসির তথ্যানুযায়ী, ভারতের সেরাম ইন্সটিটিউট কর্তৃক উৎপাদিত ভ্যাকসিনের চালান চার সপ্তাহ আগে পৌঁছানোর কথা থাকলেও তা এখন পর্যন্ত আটকে আছে।

তবে, সরবরাহ সংকটের জন্য নির্দিষ্ট কোনও দেশ বা প্রতিষ্ঠান দায়ী নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গৃহায়ণ মন্ত্রী রবার্ট জেনরিক।

বুধবার স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর কাছে দেওয়া এক চিঠিতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এপ্রিল মাসে ভ্যাকসিনের সরবরাহ ঘাটতির আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে, দেশটির স্বাস্থ্য বিভাগের দাবী অনুযায়ী পরিস্থিতি এখনও নাগালের বাইরে যায়নি। স্বাস্থ্য বিভাগ জুলাই মাসের মধ্যেই নির্ধারিত প্রাপ্তবয়স্কদের প্রথম ধাপের টিকাদান কার্যক্রম সমাপ্ত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

সেরাম ইন্সটিটিউটের একজন মুখপাত্র বলেন, “কয়েক সপ্তাহ আগেই যুক্তরাজ্যে পাঁচ মিলিয়ন ডোজ টিকা পাঠানো হয়েছে। ভারতে টিকাদান কর্মসূচীর বর্তমান পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় আমরা যুক্তরাজ্যে সামনে আরও টিকা পাঠানোর চেষ্টা করব।”

বিবিসিকে জেনরিক জানান, ভ্যাকসিন সরবরাহ ঘাটতির বিষয়টি সরকার মাত্র কয়েকদিন আগেই জানতে পেরেছে।

তিনি আরও জানান, প্রত্যাশিত গতির তুলনায় টিকাদান কর্মসূচী কিছুটা শ্লথ হলেও লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি হবে না। যুক্তরাজ্য ১৫ এপ্রিলের আগেই ৫০-ঊর্ধ্ব সকলকে এবং জুলাইয়ের শেষ নাগাদ সকল প্রাপ্তবয়স্ককে টিকা দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ