spot_img

টি-টোয়েন্টি সিরিজে তামিমকে পাচ্ছে না বাংলাদেশ

অবশ্যই পরুন

অধিনায়ক হিসেবে আগামী শনিবার আরেকটি মিশনে নামছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন ওয়ানডে। এরপর আরও দুটি ৫০ ওভারে ম্যাচে মাঠ মাতাবেন এ বাঁহাতি। কিন্তু এ সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তাকে পাবে না বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ানডে অধিনায়ক নিজেই।

বৃহস্পতিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশের গণমাধ্যমের সাথে কথা বলেন তামিম। সে সময় তিনি বলেন, পারিবারিক কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না,‘ব্যক্তিগত কারণে আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। তবে দলের জন্য আমার শুভকামনা থাকবে। আশা করি তারা ভালো করবে।’

টিম ম্যানেজম্যান্টকে নিউজিল্যান্ড সফরে আসার আগেই টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না বলে জানিয়েছেন বলেও জানান তামিম, ‘আমি টি-টোয়েন্টি সিরিজে থাকব না। নিউজিল্যান্ডে আসার আগেই কোচ ও নির্বাচকদের বলেছি এটা।’

ডানেডিনে আগামী ২০ মার্চ শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের প্রথম ওয়ানডে লড়াই। এরপর ২৩ মার্চ ক্রাইস্টচার্চ ও ২৬ মার্চ ওয়েলিংটনে কিউইদের বিপক্ষে বাকি দুই ওয়ানডে খেলবে সফরকারীরা। যথারীতি এ সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তামিম।

ওয়ানডে সিরিজের পরই তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যে ম্যাচগুলো মাঠে গড়াবে আগামী ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল। কিন্তু এ সিরিজের কোন ম্যাচেই খেলবেন না তামিম। ব্যাপারটি নিজেই জানিয়েছেন এ তারকা।

সর্বশেষ সংবাদ

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ