spot_img

আইসল্যান্ডে তিন সপ্তাহে ৫০ হাজার বার ভূকম্পন

অবশ্যই পরুন

আইসল্যান্ডে তিন সপ্তাহে ৫০ হাজার বারেরও বেশি ভূমিকম্প হয়েছে। প্রকৃতির এই অস্বাভাবিক আচরণে বিজ্ঞানীরা সন্দেহ করছে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত আসতে পারে। বিজ্ঞানীরা আতঙ্কিত কখন এটা ঘটবে। এই ঝুকিপূর্ণ এলাকা থেকে রাজধানীর দূরত্ব ২০ মাইল।

আইসল্যান্ডে প্রায় প্রতিদিনই হয় ভূমিকম্প। ভূমিকেম্পর সঙ্গে এই দেশের সম্পর্ক প্রতিদিনের। ভূমিকম্পের ঝাঁকুনিতে আইসল্যান্ডবাসীরা নিজেদের অভ্যস্থ করেছে। কিন্তু একদিনে এতো হাজারবার ভূমিকম্প হওয়াটা অস্বাভাবিক।

সেখানে কর্মরত এক অফিস কর্মকর্তা বিজারকি ফ্রিস বলেন, আজ মধ্যরাতে প্রায় ১ হাজার ২০০ বার ভূমিকম্প হয়। তিনি তার অফিস থেকে অগ্ন্যুৎপাতের জায়গাটি দেখিয়ে বলেন ওখানে ত্রিভুজাকার যে জায়গাটি আছে সেখানে আগ্নেয়গিরি হবে। শুরু হলে আমরা তা দেখতে পাবো।

এলি জাবেথ প্যালামডোটিয়ার একজন মানবাধিকার কর্মী তিনি বলেন, রাতে ভূমিকম্পে অনেক মানুষ জেগে উঠে। ৫ মাত্রার উপরে ভূমিকম্পটি হয়। যা খুবই ঝুঁকিপূর্ণ। বার বার এতো বড় ভূমিকম্প সত্যিই খুব অস্বাভাবিক।

আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরিন ইয়াকবসডটির বলেন, প্রত্যেকে মাঝে মাঝেই অনুভব করছে যেন তারা সাগরে ভাসছে। কিন্তু এটা খুবই চপের। বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ এলাকার পাশে থাকেন তাদের জন্য বেশি চাপ।

সর্বশেষ সংবাদ

১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা

জনসাধারণের দৈনন্দিন স্বাভাবিক লেনদেনের স্বার্থে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের প্রতিটি শাখায় ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ন্যূনতম নির্দিষ্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ