spot_img

পুতিনকে খুনি মনে করেন বাইডেন

অবশ্যই পরুন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন ‘খুনি’— এই মূল্যায়নে তিনি একমত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবিসি নিউজকে দেওয়া বিশেষ একটি সাক্ষাৎকারে তিনি এমন কথাই বলেছেন।

বুধবার সম্প্রচারিত হতে যাওয়া ওই সাক্ষাৎকারে বাইডেন বলেন, ২০২০ সালের মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে মস্কোর হস্তক্ষেপের জন্য ‘পুতিনকে মূল্য দিতে হবে’।

উল্লেখ্য, গত মঙ্গলবার মার্কিন গোয়েন্দা সংস্থা দেশটির বিগত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ নিয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকেই রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে আলোচনা হচ্ছে।

বিরোধীদের ওপর মস্কো সরকারের নির্মম হওয়ার অভিযোগে পুতিনকে তিনি ‘একজন খুনি’ হিসেবে মনে করেন কি না, এমন প্রশ্ন জিজ্ঞাসা করা হলে জো বাইডেন তখন বলেন যে, ‘আমি (পুতিনকে খুনি) মনে করি।’

বাইডেনের এমন মন্তব্য অবশ্য পুতিনকে নিয়ে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সম্পূর্ণ বিপরীত। কারণ ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সম্পর্কে নেতিবাচক কিছু বলা থেকে বিরত ছিলেন।

প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর গত জানুয়ারিতে পুতিনের সঙ্গে ফোনালাপ নিয়ে বাইডেন বলেন, ‘আমি আপনাকে জানি, আপনিও আমাকে জানেন— এভাবেই তার সঙ্গে আমার ওই কথোপকথন শুরু হয়েছিল।’

তবে বাইডেন আরও বলেছেন, কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করলে আমাদের উভয়ের স্বার্থই রক্ষা হবে। পুতিনের বিষয়ে তিন ফের বলেন, ‘আমি অন্যদের তুলনায় তাকে বেশি ভালো জানি।’

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার ভিয়াশেস্লাভ ভ্লোদিন তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘বাইডেন আমাদের দেশকে অপমান করেছেন। কারণ পুতিনের বিরুদ্ধে আক্রমণ মানে রাশিয়ার ওপর আক্রমণ।’

সর্বশেষ সংবাদ

ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্র ফিরবে না: তারেক রহমান

ভোটের অধিকার নিশ্চিত করতে না পারলে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশেও শান্তি নেই। ভোটাধিকার নিশ্চিত না হলে গণতন্ত্রও ফিরে পাবো না...

এই বিভাগের অন্যান্য সংবাদ