spot_img

ভ্রাতৃত্বের বন্ধনে কাতার-বাংলাদেশের সুসম্পর্ক বজায় আছে

অবশ্যই পরুন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি।

সোমবার (১৫ মার্চ) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় স্পিকার ও বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত দুই দেশের করোনাভাইরাস পরিস্থিতি, টিকাদান কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড, মুজিব শতবর্ষ পালন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

স্পিকার বলেন, কাতার বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র। মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে দুই দেশ দীর্ঘদিন সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে বলে সাক্ষাতে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

করোনা প্রসঙ্গে শিরীন শারমিন বলেন, বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলা করছে। সরকার ধাপে ধাপে দেশের জনগণের জন্য টিকা সরবরাহ নিশ্চিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

রাষ্ট্রদূত আহমেদ বিন মোহামেদ আল-দেহাইমি বলেন, বঙ্গবন্ধুর মতো নেতা পাওয়া বাংলাদেশর জন্য গৌরবের বিষয়। বঙ্গবন্ধু বিশ্ববরেণ্য নেতাদের মধ্যে অন্যতম স্থান দখল করে আছেন।

স্পিকার বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ এখন গুরুত্বপূর্ণ সময় পার করছে। বঙ্গবন্ধুর কৌশলী নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রদূত স্পীকারকে মজলিস আস-শুরার (কাতারের কনসালটিভ অ্যাসেম্বিলি) শুভেচ্ছা পৌঁছে দেন।

সর্বশেষ সংবাদ

ভারতের উত্তর প্রদেশে হাসপাতালে আগুন, ১০ শিশুর মৃত্যু

ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে কমপক্ষে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে রাজ্যের...

এই বিভাগের অন্যান্য সংবাদ