spot_img

অস্ট্রেলিয়ার রাজ্য নির্বাচনে বিরোধী দল লেবার পার্টির ঐতিহাসিক জয়

অবশ্যই পরুন

 অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্য নির্বাচনে বিশাল জয় পেয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টি। এটিকে ‘ঐতিহাসিক জয়’ হিসেবে আখ্যায়িত করছেন বিশ্লেষকেরা। এ জয়ের ফলে মার্ক ম্যাকগোয়ানই রাজ্যের মুখ্যমন্ত্রীর (প্রিমিয়ার) পদে বহাল থাকছেন।

প্রায় ৮৮ বছর পর এই প্রথম দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির নেতা জ্যাক কিরকআপ নিজ আসনেও হেরে গেছেন। তিনি এই রাজ্যের বিরোধী দলীয় নেতা। শুধু তা–ই নয়, এই গো হারার কারণে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যে বিরোধী দলের মর্যাদাও হারাতে বসেছে।

গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ঘোষণা না এলেও জয় নিশ্চিত করেছে বিরোধী দল লেবার পার্টি। রাজ্যের মোট ৫৯টি আসনের মধ্যে ৫৫টি আসনে ভোট গণনার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৫১টি আসনেই জয় পেয়েছে লেবার পার্টি। যেখানে নির্বাচিত হতে মাত্র ৩০টি আসন দরকার।

এর আগে ২০১৭ সালের নির্বাচনে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন মার্ক ম্যাকগোয়ান। ১৯৯৬ সালে সাংসদ নির্বাচিত হয়ে লেবার পার্টিতে যোগ দিয়েছিলেন নৌবাহিনীর এই আইনজীবী।

নির্বাচন বিশ্লেষকেরা বলছেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণ সম্পর্কে মার্ক ম্যাকগোয়ানের কঠোর অবস্থানই রাজ্যে লেবার পার্টির জনপ্রিয়তা বেড়েছে।

সর্বশেষ সংবাদ

দক্ষিণ চীন সাগর নিয়ে শি’র কাছে ‘গুরুতর উদ্বেগ’ প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ‘দক্ষিণ চীন সাগর, হংকং ও জিনজিয়াংকে ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ