সহজ কথা যায় না বলা সহজে! তাই কি? মোটেও না। বাংলা স্টিকার ব্যবহার করে নিজের মনের ভাব প্রকাশ করতে চলে এল বাংলা স্টিকার অ্যাপ mSticker।
বাংলা ভাষায় চ্যাটবক্সের কথোপকথনকে আরো বেশি প্রাণবন্ত, সুন্দর, সহজ আর আকর্ষণীয় করে তুলতে বিভিন্ন মজাদার ক্যাটাগরিতে ৫০০+ ফ্রি বাংলা স্টিকার কালেকশন নিয়ে সাজানো এই mSticker অ্যাপ। ভাইরাল আর ট্রেন্ডি ডায়লগ, কিংবা মজাদার সব আঞ্চলিক ভাষার স্টিকারসহ এই অ্যাপে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির স্টিকার প্যাক। অ্যাপের ডিজাইন থেকে শুরু করে স্টিকারগুলোতেও রয়েছে খাঁটি বাঙ্গালিয়ানার ছাপ।
mSticker অ্যাপের সব স্টিকার সেট এমনভাবে বানানো যে, প্রতিদিনের আড্ডায় কিংবা কুশল বিনিময়ে কিংবা প্রিয়জনের সাথে মনের ভাব প্রকাশে ব্যবহার করা যায় এসব স্টিকার। নিজের আঞ্চলিক ভাষায় সহজেই মনের ভাব প্রকাশ করতে আর নিজের বোরিং চ্যাটবক্সকে নতুনভাবে উপস্থাপনের সুযোগ এখন mSticker-এ।
এখানে বিভিন্ন বিশেষ চরিত্রের ফেমাস ডায়লগ কিংবা বিখ্যাত সব প্রবাদ, ডেইলি হ্যাংআউট, বন্ধুদের মুখের বুলি দিয়ে বানানো রয়েছে মজার মজার সব স্টিকার।
mSticker অ্যাপটি বর্তমানে গুগল প্লে-স্টোর এবং এপেল স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাচ্ছে (প্রমোশনাল অফার)। অ্যাপটি Facebook, WhatsApp, Viber সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা উপভোগ করতে পারছেন।
তাই আর দেরি কেন? শুধু লিখে চ্যাট করার পাশাপাশি এখন এসব স্টিকার ব্যবহার করে কথা হোক, মজা হোক আর আড্ডা জমুক mSticker চ্যাটিং এ। এখনি ডাউনলোড করুন অ্যাপটি আর বন্ধুদের বাংলা স্টিকার পাঠিয়ে চমকে দিন।
অ্যাপটি সম্পর্কে বিস্তারিত জানতে: m-sticker.com
বিনামূল্যে ডাউনলোড করতে হলে:
গুগল প্লে-স্টোরঃ play.google.com/store/apps/
এপেল স্টোরঃ https://apps.apple.com/us/app/msticker/id1535394238#?platform=iphone