যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তুষারঝড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, বরফে ঢেকে গিয়েছে চারপাশ। রাস্তাগুলো গাড়িশূন্য হয়ে পড়েছে। কলোরাডো ও নেব্রাস্কায় দুই হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
ডেনভারে তীব্র তুষার ঝড়ের সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া সংস্থা। স্থানীয় সময় অনুযায়ী, রোববার দুপুর থেকে রাত অবধি ডেনভারে এই তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়। সতর্কবার্তায় বলা হয় ডেনভারে ১৮ থেকে ২৪ ইঞ্চি অবধি তুষারপাত হতে পারে। একই সঙ্গে সাধারণ মানুষকে বাড়ি থেকে যতটা সম্ভব কম বাইরে বেরোনোর পরামর্শ দেয়া হয়েছে।
ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তা এমিলি উইলিয়ামস জানিয়েছেন, রোববার সকালে এয়ারপোর্টে ভিড় থাকলেও সারাদিনে প্রায় ৭৫০ উড়ান বাতিল করতে হয়েছে এবং সোমবারও প্রায় ১৩০০ বিমানের উড়ান বাতিল করা হয়েছে।
রোববার কলোরাডো, ওয়াইমিং, উটাহ এবং নেব্রাস্কা অংশে ৪ ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং ওকলাহোমা, আরকানসাস এবং মিসৌরিতে ভারী বৃষ্টিপাত, তীব্র বাতাস হয়েছে।
ওয়াইমিংয়ে ২৫ ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। যা ১৯৭৯ সালের পর সর্বোচ্চ। কলোরাডো ও নেব্রাস্কায় ভ্রমণ স্থগিত করা হয়েছে।
আগের মাসেও তীব্র তুষারঝড়ে ২১ জনের মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে। ভয়ঙ্কর ক্ষতি হয় টেক্সাস প্রদেশের। ঝড়ের জেরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। সূত্র: ইউএসএ টুডে।