spot_img

বিজিপি ক্ষমতায় আসলে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ করে দেয়া হবে: পশ্চিমবঙ্গে রাজনাথ সিং

অবশ্যই পরুন

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি পশ্চিমবঙ্গের রাষ্ট্রক্ষমতায় আবারো ফিরে আসে তবে অবৈধ উপায়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ করতে বড় বড় সব সীমান্ত বন্ধ করে দেয়া হবে। গতকাল রোববার বিশ্বনাথে এক সভায় বক্তব্য দেয়ার সময় এ কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বার্তা সংস্থা এএনআই’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়ান এক্সপ্রেস।

ওই র‌্যালিতে বক্তব্য দেয়ার সময় রাজনাথ সিং আরো জানিয়েছেন, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছেন তারা। তার ভাষায়, ত্রিপুরায় আমাদের সরকার আছে। আপনাদের আশীর্বাদ নিয়ে আমরা আসাম এবং পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছি। এই দুটি রাজ্যের সঙ্গে অভিন্ন সীমান্ত আছে বাংলাদেশের।

ওই রিপোর্টে আরো বলা হয়, বাংলাদেশকে গত ২রা মার্চ ভারত নিশ্চয়তা দিয়েছে যে, সীমান্তবর্তী রাজ্য আসামে অবৈধ অভিবাসী শনাক্তকরণ প্রক্রিয়ায় ঢাকার ওপর কোনো প্রভাব ফেলবে না। আসামে নাগরিকপঞ্জী বা এনআরসি হলো আসামে কেন্দ্রীয় সরকার দ্বারা জনগণের রেকর্ড তৈরি করা। রাজ্যের নাগরিকদের শনাক্তকরণে নাম এবং সংশ্লিষ্ট কিছু তথ্য রয়েছে এতে। বর্তমানে এই নাগরিকপঞ্জী শুধু আসামেই আছে।

সূত্র : অনলাইন ইন্ডিয়ান

সর্বশেষ সংবাদ

ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অবশেষে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। ট্রাম্পকে অভিনন্দন জানানোর পরিকল্পনা নেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ