spot_img

মার্কিন ঘাঁটিতে রকেট হামলার দায় নিবে না ইরান

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে সাম্প্রতিক রকেট হামলাগুলো সঙ্গে জড়িত থাকার বিষয়টি সরাসরি নাকচ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। একই সঙ্গে দেশটি ইরাকের প্রতিরোধকামী যোদ্ধাদের ওপর মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে। তেহরানের দাবি, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের সামিল।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও সংস্থাটির নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতির কাছে লেখা দুটি চিঠিতে এসব কথা বলেছেন।

তিনি বলেন, ইরাকের বাগদাদ শহরে অবস্থানরত কোনো মার্কিন নাগরিক কিংবা সংস্থার ওপর পরোক্ষ কিংবা প্রত্যক্ষ কোনো ধরনের হামলায় ইরান জড়িত নয়। রকেট হামলায় ইরান জড়িত বলে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যে অভিযোগ করেছেন তা আমরা সরাসরি নাকচ করছি।

রাভাঞ্চি বলেছিলেন, এ ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং অগ্রহণযোগ্য।

উল্লেখ্য, মার্কিন সেনাদের দখল করা আইন আল-আসাদ ঘাঁটিতে চলতি মাসের প্রথম দিকে এক সাথে দশটি রকেট নিক্ষেপ করা হয় যাতে একজন মার্কিন ঠিকাদার নিহত হন। এ হামলার জন্য ইরান সমর্থিত গ্রুপকে দায়ী করছে আমেরিকা।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

নবদম্পতির কল্যাণ চেয়ে দোয়া

বর ও কনের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল (সা.) নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন। তা হলো- بَارَكَ...

এই বিভাগের অন্যান্য সংবাদ